Advertisement
Advertisement
Govinda

দার্জিলিঙে নিজের বাড়িতে বলিউড অভিনেতা গোবিন্দা, সময় কাটালেন অনুরাগীদের সঙ্গে

ভক্তদের আবদার হাসি মুখেই মেটালেন গোবিন্দা।

মাত্র চারদিনের জন্য দার্জিলিঙে নিজের বাড়ি 'গোবিন্দা কুঞ্জ' ঘুরে গেলেন বলিউড অভিনেতা গোবিন্দা। প্রতিবেশিদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন তিনি।

স্ত্রী সুনীতা আহুজাকে সঙ্গে নিয়েই দার্জিলিঙে এসেছিলেন গোবিন্দা। বহুদিন পর নিজের বাড়িতে এসে বেশ নস্ট্যালজিক হয়ে পড়েছিলেন তিনি।

গোবিন্দা জানান, দার্জিলিঙে আসতে আমার বরাবরই ভাল লাগে। এখানে আসলে খুবই ভালবাসা পাই। তাই বার বার আসতে চাই পাহাড়ে।

দার্জিলিঙে এসে একটু অসুস্থ হয়ে পড়েছেন গোবিন্দা। গোবিন্দার কথায়, ইচ্ছে থাকলেও শরীর খারাপের জন্য দার্জিলিঙে থাকা হল না।

গোবিন্দা আরও জানিয়েছেন, ভাল চিত্রনাট্য পেলেই ফের সিনেমার পর্দায় ফিরবেন গোবিন্দা। গোবিন্দাকে নিজের বাড়ির সামনে দেখে, ভিড় জমান কচিকাঁচারা। সুযোগ করে সেলফিও তুললেন। সবার আবদার হাসি মুখেই মেটালেন বলিউড অভিনেতা।