Advertisement
Advertisement
Celeb Eid

মন্নতের ছাদে শাহরুখ, কলকাতায় নুসরত-মীর, কীভাবে ইদ পালন করলেন তারকারা? দেখুন

শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ-মাধুরীও।

ইদের দিনে প্রথা বজায় রাখলেন শাহরুখ খান। ছেলে আব্রামকে নিয়ে মন্নতের ছাদে অনুরাগীদের দেখা দেন তিনি। তাঁদের শুভেচ্ছা জানান।

এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইদের শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের 'মিস্টার ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়া ছেড়েছেন আমির খান। তবে তাঁর প্রযোজনা সংস্থা এই ছবিটি পোস্ট করে ইদের শুভেচ্ছা জানিয়েছে।

আদাবের ভঙ্গিতে এই ছবিটি পোস্ট করে ইদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান।

ইদের সেলিব্রেশন সুখের এবং মনে রাখার মতো হোক, এমনই বার্তা দিলেন মাধুরী দীক্ষিত।

ইদ উপলক্ষ্যে নীল পাঞ্জাবি পরা এই ছবিটি পোস্ট করেছেন মীর আফসার আলি। সকলকে 'ইদ মুবারক' জানিয়েছেন তিনি।