রবিবার রাতে সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশন ছিল জমজমাট। সিক্যুইনের শাড়ি পরে শাশুড়ি নীতু কাপুর ও পরিচালক বন্ধু অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে পোজ দেন আলিয়া।
স্ত্রী নাতাশা দালালের সঙ্গে রিসেপশনে হাজির হয়েছিলেন বরুণ ধাওয়ান। ব্ল্যাকের কম্বিনেশনেই সেজেছিলেন আয়ুষ্মান খুরানা ও তার স্ত্রী তাহিরা।
রিসেপশনের শুরুতেই হাজির হয়েছিলেন অজয় দেবগন ও কাজল। করিনা কাপুর এসেছিলেন করণ জোহরের সঙ্গে।
স্ত্রী শ্লোকার সঙ্গে সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে এসেছিলেন আকাশ আম্বানি।
শাহরুখ, দীপিকা, ক্যাটরিনা না আসতে পারলেও সিড-কিয়ারার নিমন্ত্রণ রক্ষা করেন গৌরী খান, ভিকি কৌশল ও রণবীর কাপুর।
স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে এসেছিলেন বিদ্যা বালান। রীতেশ ও জেনেলিয়াও হাসিমুখে পোজ দেন পাপারাজ্জির ক্যামেরার সামনে।
পার্টিতে বোল্ড পোশাকে দেখা যায় দিশা পাটানিকে। ছিলেন আদিত্য রায় কাপুর ও ইশান খট্টর।
সাদা-কালোর আভিজাত্যে রিসেপশনে সেজেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। দু'জনের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন অনুপম খের।
বচ্চন পরিবারের প্রতিনিধি হয়েই যেন রিসেপশনে এসেছিলেন অভিষেক বচ্চন।
স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে এসেছিলেন নেহা ধুপিয়া। ছিলেন পরিচালক রোহিত শেট্টিও।
অতিথিদের পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও ক্যামেরার সামনে পোজ দেন সিদ্ধার্থ কিয়ারা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.