Advertisement
Advertisement

Breaking News

তরকাদের আন্তর্জাতিক মাতৃ দিবস পালন

আন্তর্জাতিক মাতৃ দিবসে শৈশবের মুহূর্ত শেয়ার করে মাতৃবন্দনায় মাতলেন তারকারা

জানুন সেলেব্রিটিদের শৈশবের নানান অজানা মুহূর্তের কথা। রইল ফটো অ্যালবাম।

১১

যেমন নিজের মা'কে ভালবাসেন, তেমনি চিকুর (বিরাট) মা'ও অনুষ্কার কাছে খুব প্রিয়। আন্তর্জাতিক মাতৃ দিবসে শাশুড়ি আর মায়ের সঙ্গে ছবি শেয়ার করলেন অভিনেত্রী।

১১

মা সোনি রাজদানের সঙ্গে আদুরে আলিয়া। সদ্য বাবা ঋষিকে হারিয়েছেন রিধিমা কাপুর। মাতৃস্নেহে ভাসলেন দুই মেয়ে।

১১

ছোট থেকেই মায়ের সঙ্গে বেশি সময় কাটিয়েছেন। বাবা টেনিস অ্যাকাডেমি নিয়েই বেশিরভাগ ব্যস্ত থাকতেন। মাদারর্স ডে'তে স্কুলে পুরস্কার জেতার ছবি দিয়ে জীবনের সাফল্যের জন্য মাকে ক্রেডিট দিয়েছিলেন দীপিকা।

১১

মাতৃ দিবসে মায়ের জন্য মিষ্টি একটা কবিতা লিখে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কঙ্গনা। অন্যদিকে, মা ও বোনের সঙ্গে ছবি দিলেন অক্ষয়। মায়ের উদ্দেশে বললেন, "দুর্দিনে আমার মাথায় তোমার হাতের স্পর্শটাই আমাকে সব ভুলিয়ে দেয়!"

১১

এই খুদেকে চিনতে পারছেন? ইনি আজকের অভিনেত্রী সারা আলি খান। জন্মানোর দিন কয়েক পর দিদা এবং মা অমৃতা সিংয়ের সঙ্গে 'ছোট্ট' সারা। দিদাকে ধন্যবাদ জানালেন এত সুন্দর একজন 'মা'কে উপহার দেওয়ার জন্য।

১১

আজকের এই বিশেষ দিনে সমস্ত নারীদের কুর্নিশ জানিয়ে মাতৃত্বের কথা বললেন করিনা কাপুর খান। তৈমুরের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন। অন্যদিকে নিউ ইয়র্কের রাস্তায় বোন করিনা এবং মা ববিতার সঙ্গে ছবি পোস্ট করলেন করিশ্মা।

১১

ওই যে সমুদ্র সৈকতে মাকে দৌড় করিয়ে বেড়াচ্ছে, সে ছোট্ট ভিকি কৌশল। শৈশবের একটি দুষ্টুমিষ্টি মুহূর্ত শেয়ার করে মাকে শুভেচ্ছা জানালেন। একটি ক্যারিক্যাচারও পোস্ট করেছেন অভিনেতা।

১১

মা এবং সন্তানদের সঙ্গে ছবি শেয়ার করে মাতৃত্বকে কুর্নিশ জানালেন শাহরুখ-পত্নি গৌরি খান। অন্যদিকে, ভাই অভিষেক বচ্চনের সঙ্গে মা জয়া বচ্চনের ছবি শেয়ার করলেন অমিতাভ কন্যা শ্বেতা।

১১

কাপের গায়ে আঁকা খুদেকে দেখে চেনা দায় যে ইনি এখন বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। বাঁদিকের ছবিতে মায়ের সঙ্গে শৈশব এবং বড়বেলার ছবি পোস্ট করলেন ট্যাকিপুত্র টাইগার শ্রফ।

১০ ১১

বলিউড তারকাদের পাশাপাশি ময়দান কাঁপানো খেলোয়াড়রাও বাদ গেলেন না! মায়ের সঙ্গে এক্কেবারে ছোটবেলার সাদাকালো ছবি দিলেন শচীন তেন্ডুলকার। অন্যদিকে বিয়েতে গায়ে হলুদের দিন মায়ের সঙ্গে তোলা এক মধুর মুহূর্তের ছবি পোস্ট করেছেন বিরাট কোহলি।

১১ ১১

সানিয়া মির্জা এবং সাইনা নেহওয়াল দুই টেনিস-সুন্দরীও আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে অদেখা ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন মায়েদের।