Advertisement
Advertisement

Breaking News

Boris Johnson

কখনও চরকা কাটছেন, কখনও উঠছেন জেসিবিতে, ভারত সফরের প্রথম দিন নানা মুডে ব্রিটিশ প্রধানমন্ত্রী

দেখে নিন তাঁর সারাদিনের কর্মকান্ড।

ভারতের মাটিতে পা রাখলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ভারতীয় আতিথেয়তায় মুগ্ধ, জানালেন তিনি।

মহাত্মা গান্ধীর তৈরি সবরমতী আশ্রমে যান ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজের হাতে চরকা কাটেন তিনি। প্রসঙ্গত, ব্রিটিশ বিরোধী স্বদেশি আন্দোলনের অন্যতম প্রতীক ছিল এই চরকা।

সত্য এবং অহিংসার আদর্শই পারে পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে। মহাত্মা গান্ধীর আদর্শে মুগ্ধ, ভিজিটর্স বুকে লিখেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সাক্ষাৎ করেছেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানির সঙ্গে।

গুজরাটের বিখ্যাত অক্ষরধাম মন্দিরে গিয়ে সন্ন্যাসীদের সঙ্গে হাত ধরে ছবি তুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে জেসিবি কারখানা পরিদর্শনে যান ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।