Advertisement
Advertisement
Bowbazar

রাতারাতি সরে গিয়েছে ছাদ, নিরাপদ আশ্রয় খুইয়ে পথে বউবাজারের বিপর্যস্তরা, দেখুন ছবি

ঘটনাস্থলে ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়।

ফিরেছে ২০১৯ সালে স্মৃতি। মেট্রোর কাজের জন্য নতুন করে ফাটল বউবাজার দুর্গা পিতুরি লেনের বেশ কয়েকটি বাড়িতে। বিপজ্জনক এলাকায় প্রবেশ নিষেধ। ছবি: অরিজিৎ সাহা।

মুহূর্তে ঘর ছাড়া বহু মানুষ। হাতের কাছে যতটুকু যা ছিল, তা নিয়েই হুড়মুড়িয়ে পথে বিপজ্জনক ওই বাড়ির বাসিন্দারা। ছবি: পিন্টু প্রধান।

আতঙ্কে কাঁটা দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা। পাশে দাঁড়ালেন ফিরহাদ হাকিম ও নয়না বন্দ্যোপাধ্যায়।

অসুস্থ, তবে এক মুহূর্তও নিজের বাড়ি নিরাপদ নয়। অগত্যা তরুণীকে চাদরে নিয়েই ঘর ছাড়ল পরিবার।

নিরাপদে সরানো হয়েছে ফাটল ধরা বাড়ির বাসিন্দাদের। কী অবস্থা এলাকার? খতিয়ে দেখতে ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর।

নহূর্তে বদলে গিয়েছে চারিপাশ। ঠাঁই হয়েছে হোটেলে। প্রাণের ভয় কাটলেও পরীক্ষা দেওয়া হল না দুর্গাপিতুরি লেনের নিকুঞ্জ সাউয়ের। মা-বাবা এবং দাদু-ঠাকুমার সঙ্গে হোটেলের ৪০১ নম্বর রুমে ঠাঁই হয়েছে তার।

যদি প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়া যায়, তাই বৃহস্পিতবার সকালে ফের নিজেদের বাড়িতে বাসিন্দারা। ব্যাগপত্র গুছিয়েই ফের হোটেলমুখী তাঁরা। ছবি: অরিজিৎ সাহা।

দুর্গা পিতুরি লেনে পাহারায় পুলিশ।