কলকাতার গার্ডেনরিচ কাণ্ডের ছায়া এবার হালিশহরে। শনিবার আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন একটি বাড়ির একাংশ।
হালিশহর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের জানকী মুখার্জি লেন সংলগ্ন ছবিরানী স্মৃতি সংঘের কাছে এই ১০০ বছরের পুরনো বাড়িটি। এদিন ওই বাড়ির দোতলার একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং পুরসভার আধিকারিকেরা। তাঁরা ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে সদস্যদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ করে।
এবিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান হিমানিশ ভট্টাচার্য জানান, হতাহতের কোনও খবর নেই। শহর বহু পুরনো বাড়ি রয়েছে। পুরসভা আলোচনা করে সেগুলির মেরামত করানোর জন্য মালিকদের জানাবে।
প্রসঙ্গত, গত ১৭ মার্চ গার্ডেনরিচে ঘটে গিয়েছিল ভয়ংকর কাণ্ড। নির্মীয়মাণ আবাসন ভেঙে মৃত্যু হয়েছে ১৩ জনের। সেই ঘটনার ক্ষত এখনও টাটকা। তারই মাঝে এদিনের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.