শুরু হয়ে গিয়েছে বইপ্রেমীদের প্রাণের উৎসব কলকাতা বইমেলা।
বছরের শুরুতেই চলে গিয়েছেন বাংলা কমিকস ও অলঙ্করণের প্রবাদপ্রতিম শিল্পী নারায়ণ দেবনাথ।
তবে স্রষ্টা না থাকলেও এবারের বইমেলায় রমরমিয়ে থাকবে তাঁর সৃষ্টিরা। শুধু দু'মলাটেই নয়, তাদের দেখা মিলবে বইমেলার ফুড কোর্টেও।
বাঙালির আপন সুপারহিরো বাঁটুলকে এবার চেখেও দেখা যাবে। এই পেস্ট্রির দাম পড়বে ৫০ টাকা।
হাঁদা-ভোঁদা পেস্ট্রির দাম ৩০ টাকা।
দোকানের বাইরে হাঁদার কাটআউট।
ভোঁদার সেই চির অমলিন নির্মল হাসি।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.