Advertisement
Advertisement

Breaking News

Cannes 2023

Album: সারা-উর্বশী থেকে আন্দ্রেঁ, Cannes-এর রেড কার্পেটে ভারতীয় সুন্দরীদের ছটা

দেখুন ফটো অ্যালবাম।

প্রথমবার কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হাঁটলেন সারা আলি খান। আবু জানি, সন্দীপ খোসলার ডিজাইন করা আইভরি রঙের লেহেঙ্গায় পুরোদস্তুর দেশি লুকে নজর কাড়লেন নবাব-কন্যা।

কান-এ ডেবিউ করলেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লারও। দুধ সাদা গাউনে সম্রাট পৃথ্বীরাজ নায়িকাকে লাগছিল এক্কবারে রাজকন্যের মতো।

কান চলচ্চিত্র উৎসবের জন্য ফ্রান্সে উড়ে গিয়েছেন উর্বশী রাওতেলা। পরনে গোলাপী কাঁধ খোলা গাউন। গলায় টিকটিকি ডিজাইনের চোকার পরে তিনি বর্তমানে খবরের শিরোনামে।

কান-এর রেড কার্পেটে উপস্থিত থাকছেন কুমার শানুর মেয়ে শ্যানন কে-ও। ২০১৮ সালে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

সিনেদুনিয়ার সর্বোচ্চ সম্মানীয় অনুষ্ঠানে প্রথমবার অংশগ্রহণ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আয়ুষ্মান খুরানার 'অনেক' অভিনেত্রী আন্দ্রেঁ কেভিচুসা। কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে নাগাল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন তিনি।

এবার কান-এর রেড কার্পেটে হাঁটার আমন্ত্রণ পেয়েছেন ভারতের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডলি সিং-ও। ফ্যাশন ব্লগিংয়ের পাশাপাশি আমাজন প্রাইমের ওয়েব সিরিজের সুবাদে অভিনয়েও হাতেখড়ি করে ফেলেছেন ডলি।

লেবানিজ ডিজাইনার নিকোলাস জেব্রানের তৈরি সাদা গাউনে প্রথমবারেই কান-এর লাল গালিচায় দ্যুতি ছড়ালেন ইশা গুপ্তা।

বলিউড ডিভা অনুষ্কা শর্মাও এই প্রথমবার কান-এর রেড কার্পেটে। সিনেমার ইতিহাসে নারীদের অবদানকে সম্মান জানাতে কান-এর মঞ্চ তিনি ভাগ করে নেবেন খ্যতনামা হলিউডি অভিনেত্রী কেট উইন্সলেটের সঙ্গে।

অন্যান্যবারের মতো এবারেও কান-এর রেড কার্পেটে দেখা যাবে ঐশ্বর্য রাই বচ্চনকে। তবে কোন পোশাকে এবার লাল গালিচায় উপস্থিত হবেন 'বচ্চন-বধূ', তা এখনও জানা যায়নি।