Advertisement
Advertisement

Breaking News

Anant Ambani engagement

অনন্ত আম্বানি ও রাধিকার এলাহি বাগদানে কার সঙ্গে ঘুরলেন শাহরুখ? সলমনের সঙ্গীই বা কে?

সেজেগুজেই পার্টিতে গিয়েছিলেন শচীন তেন্ডুলকর।

১০

রাজস্থানে হয়েছিল রোকা অনুষ্ঠান। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাগদান সারলেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট।

১০

পরিবারের সদস্যদের উপস্থিতিতে মুকেশ ও নীতা আম্বানির মুম্বইয়ের বাড়ি অ্যান্টালিয়ায় হয় জমকালো অনুষ্ঠান।

১০

আম্বানিদের অনুষ্ঠানে পাপারাজ্জির ক্যামেরার সামনে পোজ না দিয়ে ম্যানেজারের সঙ্গেই ভিতরে চলে যান শাহরুখ। গৌরী ও আরিয়ান আসেন একসঙ্গে। ভাগ্নী আলিজেহকে নিয়ে গিয়েছিলেন সলমন।

১০

স্ত্রী দীপিকাকে সঙ্গে নিয়ে অনন্ত-রাধিকার বাগদানের অনুষ্ঠানে যান রণবীর সিং। ভিকি না থাকলেও ক্যাটরিনা নিমন্ত্রণ রক্ষা করেন।

১০

বচ্চন পরিবারের পক্ষ থেকে আম্বানিদের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন ঐশ্বর্য। সঙ্গে নিয়ে গিয়েছিলেন মেয়ে আরাধ্যাকে।

১০

আম্বানিদের অনুষ্ঠানে ক্যাজুয়াল লুকেই দেখা যায় অক্ষয় কুমার ও জন আব্রাহামকে।

১০

সাদা পোশাকে অনুষ্ঠানের জন্য সেজেছিলেন সারা আলি খান। সাদা লেহঙ্গায় দেখা যায় জাহ্নবী কাপুরকেও। তাঁর সঙ্গেই ছিলেন বোন খুশি।

১০

পার্টি মানেই করণ জোহর। শেরওয়ানি পরে গিয়েছিলেন পরিচালক-প্রযোজক। স্ত্রী নাতাশাকে নিয়ে গিয়েছিলেন বরুণ ধাওয়ান।

১০

লাল লেহঙ্গা পরে অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। পার্টিতে দেখা যায় অনন্যা পাণ্ডে ও অর্জুন কাপুরকে।

১০ ১০

আম্বানি পরিবারের অতিথি ছিলেন শচীন তেন্ডুলকরও। স্ত্রী অঞ্জলিকে নিয়ে গিয়েছিলেন তিনি।