গোটা রাজ্যজুড়ে হনুমান জয়ন্তীর প্রস্তুতি তুঙ্গে। ছবি: অমিত ঘোষ।
অশান্তি রুখতে একগুচ্ছ নির্দেশিকা জারি কলকাতা হাই কোর্টের। আদালত জানিয়েছে, ১৪৪ ধারা জারি থাকা জায়গায় হনুমান জয়ন্তীর মিছিল করা যাবে না। ছবি: অমিত ঘোষ।
কলকাতা হাই কোর্টের নির্দেশের পরই বৈঠক মুখ্যসচিবের। হাওড়া, বারাকপুর ও হুগলিতে মোতায়েন ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ছবি: অমিত ঘোষ।
লালবাজারের নির্দেশিকা অনুযায়ী, সভা বা মিছিলের ক্ষেত্রে আগাম অনুমতি নিতে হবে। কলকাতা পুলিশের অনলাইন পোর্টালে নির্দিষ্ট ফর্মপূরণ করতে হবে। অস্ত্র বা লাঠি হাতে শোভাযাত্রায় বেরনো যাবে না। ব্যবহার করা যাবে না ডিজে কিংবা সাউন্ড সিস্টেমও। ছবি: অমিত ঘোষ।
হনুমান জয়ন্তীর আগে শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ছবি: অমিত ঘোষ।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.