করোনার প্রকোপে দু'বছর থমকে ছিল উৎসব। এবার জগদ্ধাত্রী পুজোয় চেনা মেজাজে চন্দননগর। ফিরেছে সেই চেনা ভিড়।
সপ্তমীর সকাল থেকেই ঢাকের আওয়াজের সঙ্গে সঙ্গে মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। জনতার ভিড়ে যানবাহন চলাচল স্তব্ধ।
থিমের চমকে জমজমাট চন্দননগরের জগদ্ধাত্রী পুজো।
থিমের মণ্ডপ হলেও সাবেকি রূপ মেনেই প্রতিমা গড়েছেন শিল্পীরা। চোখ জুড়িয়ে দিচ্ছে প্রতিমার সাজ।
চন্দননগর ও ভদ্রেশ্বরের মণ্ডপ থেকে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপ গড়া হয়েছে পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে।
মানকুণ্ডু, নিয়োগীবাগান, নতুনপাড়া, চারমন্দিরতলা, সন্তানসংঘ, উত্তরাঞ্চল, বিবিরহাট হেলাপুকুর, কলপুকুরের ঠাকুর দেখতে অনেকটাই সময় লাগছে।
সকালে অনেকে গাড়ি নিয়ে, আর রাতে পায়ে হেঁটেই ঠাকুর দেখেছেন।
ভিড় সামাল দিতে রাস্তায় প্রচুর পুলিশ। প্রতি মোড়ে পুলিশ কিয়স্ক। খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। মানকুণ্ডু, ভদ্রেশ্বর, এবং চন্দননগর স্টেশনেও বিশেষ পুলিশ রাখা হয়েছে। বাইকেও চলেছে নজরদারি।
চন্দননগর হেলাপুকুর ধার সার্বজনীনের এবারের থিম 'শহর জুড়ে জল্পনা, হেলাপুকুরে আলপনা'। বড় আকর্ষণ প্রতিমার সোনার সাজ।
হেমন্তের শুরুতে আলোর শহরে চুঁইয়ে পড়ছে উৎসবের উন্মাদনা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.