আর কিছুদিন বাকি খুশির ইদের। প্রতিবছর মতো এবারও পার্ক সার্কাসে একটি ইফতার পার্টিতে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী একা নন, সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ অনেকে।
সোমবার ফুরফুরা শরিফের ইফতার পার্টির পর, মঙ্গলবার কলকাতার ইফতারে হাজির রাজ্য প্রশাসনের সবোর্চ্চ পদাধিকারী।
মঙ্গলবার ফিরহাদ হাকিমের ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন পীরজাদা, মৌলবীরা।
অনুষ্ঠানে উপস্থিত পীরজাদাদের খাবার পরিবেশন করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বক্তব্য পেশ করেননি। নিজের ঘনিষ্ঠ বৃত্তেই কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। খোশ মেজাজেই ছিলেন তিনি।
অনুষ্ঠানে কচিকাঁচাদের সঙ্গে খোশমেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। অনুষ্ঠানে উপস্থিত এক শিশুকন্যার সঙ্গে তাঁকে খুনসুটি করতে দেখা যায়।
খোশমেজাজে দেখা গিয়েছে মেয়র ফিরহাদ হাকিমকেও। শিশুকন্যাকে কাছে ডেকে নিয়ে মজা করতে দেখা যায় তাঁকে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.