Advertisement
Advertisement

Breaking News

chiranjeevi

ভিক্টোরিয়ার সামনে গাড়ি বিকল তামান্না ভাটিয়ার, পরিত্রাতা হয়ে এলেন ট্যাক্সিচালক চিরঞ্জিবী

আগামী ১০ তারিখ পর্যন্ত শুটিং চলবে।

হলুদ ট্যাক্সিতে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবী! না, তিনি চড়বেন না, বরং চালাবেন। হ্য়াঁ, বহস্পতিবার সকাল সকাল কলকাতার রাস্তায় এমনটাই ঘটল। হলুদ ট্য়াক্সি চালিয়ে ভিক্টোরিয়ার সামনে হাজির চিরঞ্জিবী। জানেন কার জন্য? ছবি: পিন্টু প্রধান

কলকাতার রাস্তায় শুটিং চলছে দক্ষিণী ছবি ভোলা শংকরের। এই ছবির শুটিংয়ের জন্য়ই এই মুহূর্তে শহরে হাজির সুপারস্টার চিরঞ্জিবী। সঙ্গে রয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবি: পিন্টু প্রধান

বৃহস্পতিবার ভিক্টোরিয়ার সামনেই তামান্নার সঙ্গে শুট করলেন চিরঞ্জিবী। যেখানে দেখা গেল আইনজীবীর পোশাকে তামান্না। ছবি: পিন্টু প্রধান

হঠাৎই রাস্তায় তাঁর গাড়ি গেল খারাপ হয়ে। আর পরিত্রাতা হয়ে এগিয়ে এলেন ট্যাক্সি চালক চিরঞ্জিবী। বৃহস্পতিবার সারাদিন এই দৃশ্য়েরই শুটিং চলল। ছবি: পিন্টু প্রধান

কয়েক মাস আগে প্রকাশ্যে এসেছিল ‘ভোলা শংকর’ ছবির ফার্স্টলুক। ছবি: পিন্টু প্রধান

ফার্স্টলুকেই দেখা গিয়েছিল হলুদ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে রয়েছেন চিরঞ্জিবী। তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, এই ছবির সঙ্গে হয়তো কলকাতা কানেকশন রয়েছে। ছবি: পিন্টু প্রধান