Advertisement
Advertisement

Breaking News

Durga Puja

পুজোর ঢাকে কাঠি? খুঁটিপুজোয় উড়ল মা দুগ্গার ফানুস, দেখুন ছবি

কোন ক্লাব নিল এমন অভিনব উদ্যোগ?

বৈশাখ মাস মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি। পয়লা বৈশাখ থেকেই কলকাতার বিভিন্ন ক্লাবগুলিতে শুরু হয়ে যায় খুঁটিপুজো।

সোমবার আনুষ্ঠানিকভাবে পুজোর প্রস্তুতি শুরু করে দিল মধ্য কলকাতার অতি জনপ্রিয় ক্লাব চোরবাগান সর্বজনীনও। খুঁটিপুজো উপলক্ষে পূজাপ্রাঙ্গনে অভিনব আয়োজন হয়।

প্রতিবারই খুঁটিপুজোয় কিছু না কিছু চমক দিয়ে থাকে চোরবাগান সর্বজনীন। এবারও তার ব্যতিক্রম হল না। এবার তাদের বিশেষ আয়োজন ফানুস। নানা আকার ও রঙের ফানুস উড়ল আকাশে।

কোনও ফানুসে ফুটে উঠেছে দেবী দুর্গার মুখ, তো কোনও ফানুসের গায়ে আঁকা ত্রিনয়ন। খুঁটিপুজোয় এই ফানুস উৎসব দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার বাসিন্দারা।

কলকাতার দুর্গাপুজোকে 'বিশ্ব হেরিটেজ' তকমা দিয়েছে ইউনেসকো। তাই ফানুস উড়িয়ে সেই ইউনেসকোকেও ধন্যবাদ জানালেন চোরবাগান সর্বজনীনের পুজো উদ্যোক্তারা।