Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

ইফতারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, কথা বললেন কচিকাঁচাদের সঙ্গে, সঙ্গী ফিরহাদ-জাভেদ

মসজিদের ভিতর আয়োজন করা হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠানের।

ইফতার উপলক্ষে কলকাতার বুরহানী মসজিদে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সোমবার বিকেলে এই মসজিদে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও জাভেদ খান।

চলছে রমজান মাস। প্রতিদিনের মতো এদিনও মজসিদে প্রার্থনায় অংশ নিয়েছিলেন বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ। মসজিদের ভিতর আয়োজন করা হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠানের। যেখানে বক্তব্যও রাখেন মুখ্যমন্ত্রী।

দাউদি বোহরা সম্প্রদায়ের মানুষদের প্রশংসা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। তিনি জানান, তাঁরা নানা ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত।

মুখ্যমন্ত্রীর হাতে উপহার, ফুল তুলে দেওয়া হয় আয়োজকদের তরফে। মসজিদে উপস্থিত কচিকাঁচাদের সঙ্গেও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ইসলাম ধর্মের শিয়া সম্প্রদায়ের একটি অংশ হল দাউদি বোহরা। ​গত ফেব্রুয়ারিতে এই সম্প্রদায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস উদ্বোধনে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এবার কলকাতায় এই সম্প্রদায়ের মানুষদের সঙ্গে ইফতার সারলেন মুখ্যমন্ত্রী।