ঝড়ে তছনছ হয়ে গিয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। সেই রাতেই পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও সেখানেই তিনি। মঙ্গলবার আসেন চালসার চার্চে।
চার্চ থেকে শান্তির বার্তা দেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষকে কোনও প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ করেন তিনি। বলেন, ভোটের জন্য কেউ অশান্তি করতে চাইলে ক্ষমা করবেন।
শান্তির বার্তার পাশাপাশি নাম না করে বিজেপিকে আক্রমণও শানান তিনি। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলেন মমতা। বলেন, "১০০ দিনের অর্থের কথা বার বার কেন্দ্রকে বলে গলা শুকিয়ে গিয়েছে। তাও শোনেনি।"
স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও সুর চড়ান। আবাস যোজনার টাকা না দেওয়ার অভিযোগ তোলেন মমতা।
পাহাড়ের উন্নয়নের জন্য তাঁর সরকার যে সবসময় তৎপর, তা আরও একবার বলেন মমতা। সঙ্গে কেন্দ্রীয় সরকার পাহাড়ের উন্নয়নের জন্য কিছু করেনি বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক আক্রমণের পাশাপাশি খোশমেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বাজান ধামসা-মাদল। তাঁদের সঙ্গে পা মেলাতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
চালসায় 'ঘরের মেয়ে' রূপেই ধরা দেন মমতা। চার্চে উপস্থিত বাচ্চাদের আদর করেন। পাশাপাশি বয়স্কদের সঙ্গেও আলাপচারিতা সারেন তিনি।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.