Advertisement
Advertisement

Breaking News

Alipore Jail

স্বাধীনতা সংগ্রামীদের সম্মানার্থে আলিপুর জেলে সংগ্রহশালা, উদ্বোধন মুখ্যমন্ত্রীর

আলিপুর জেলে থাকছে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের বন্দোবস্ত।

স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে আলিপুর জেলে তৈরি হল সংগ্রহশালা।

পুজোর আগে আলিপুর জেল মিউজিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'এটা ওয়ার্ল্ড হেরিটেজ হতে পারে', বললেন মুখ্যমন্ত্রী।

মিউজিয়ামে নেতাজি, জওহরলাল নেহরু, ঋষি অরবিন্দ, চিত্তরঞ্জন দাশ, বিধানচন্দ্র রায়ের কুঠুরিগুলিকে সংরক্ষণ করা হয়েছে।

আলিপুর জেলের ফাঁসিকাঠও সংরক্ষণ করা হয়েছে। যেখানে মৃত্যুবরণ করেছিলেন একাধিক স্বাধীনতা সংগ্রামী।

আলিপুর জেলে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের বন্দোবস্ত করা হয়েছে।

মহিলা স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন নথিপত্র, তাঁত যন্ত্রও মিউজিয়ামে রাখা হয়েছে।

এছাড়া নানা মূর্তি, ছবি, বই সংরক্ষণও করা হয়েছে। দর্শকদের জন্য কফি হাউস, রেস্তরাঁর বন্দোবস্তও করা হয়েছে।