Advertisement
Advertisement
CM Mamata Banerjee

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে ভবানীপুরের স্কুলে মুখ্যমন্ত্রী, ছবি তোলার আবদার অভিভাবকদের

মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অদিতি মুন্সি-সহ বেশ কয়েকজন।

চলছে চলতি বছরের মাধ্যমিক। আজ অর্থাৎ বুধবার ইতিহাস পরীক্ষা। এদিন পরীক্ষা শুরুর আগে ভবানীপুরের একটি স্কুলে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর সঙ্গে স্কুলে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সি।

পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত পড়ুয়ারা। পরীক্ষা কেমন হচ্ছে, তা জানতে চান মমতা।

বহু পড়ুয়া মুখ্যমন্ত্রীকে প্রণাম করে, তাঁর আশীর্বাদ নিয়ে ঢোকে পরীক্ষা দিতে। কেউ আবার তাঁর হাতে উপহার হিসেবে তুলে দেয় ফুল।

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী ও অদিতি মুন্সিকে একসঙ্গে পেয়ে ছবি তোলার আবদার করেন অভিভাবকরা। সেই আবদারও মেটান তিনি।

মুখ্যমন্ত্রীর তরফে পড়ুয়াদের উপহার দেওয়া হয় ফুল। বেশ কিছুক্ষণ সেখানে থাকার পর পরবর্তী গন্তব্যের জন্য রওনা দেন মুখ্যমন্ত্রী।