Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

মোহনবাগানের নতুন করে সেজে ওঠা তাঁবুতে গিয়ে ‘খেলা’ দেখালেন মুখ্যমন্ত্রী

সবুজ-মেরুন তাঁবুতে খুদেদের সঙ্গেও সময় কাটান মমতা।

বুধবার নতুন করে সেজে ওঠা সবুজ-মেরুন তাঁবুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

ঢেলে সাজানো হয়েছে সবুজ-মেরুন তাঁবু। কনফারেন্স রুম থেকে ক্যান্টিন-সবেতেই লেগেছে নতুনত্বের ছোঁয়া।

ক্লাব যেভাবে সেজে উঠেছে, তাতে তিনি গর্বিত। ক্লাবকর্তাদের জানিয়েছেন মমতা।

এদিন মোহনবাগান ক্লাবের তরফে তাঁকে আজীবন সদস্যপদ দেওয়া হয় মমতাকে।

রাখী পূর্ণিমার আগে ‘দিদি’ হিসেবে ক্লাবকে ৫০ লক্ষ টাকা অনুদান দেওয়ার কোথাও ঘোষণা করেছেন তিনি।

এদিন একটি ফুটবলেও সই করেন মমতা। বল হাতে নিয়ে দীর্ঘক্ষণ খেলাও করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি দিনে ১০০ বার বল নিয়ে খেলেন।

মুখ্যমন্ত্রী ক্লাবে যান সবুজ-মেরুন পাড়ের শাড়ি পরে। ঢাক বাজিয়ে তাঁকে ক্লাবে স্বাগত জানানো হয়। ক্লাবের খুদে সমর্থকরা ঘিরে ধরেন তাঁকে।

মোহনবাগানের কথা মনে পড়লে প্রথম আমার মায়ের কথা মনে পড়ে, স্মৃতিচারণা করতে গিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।