দিল্লি থেকে ফেরার পথে এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ঢুকে পড়লেন ট্রমা কেয়ার সেন্টারে।
বৃহস্পতিবার দুপুরে চিংড়িহাটায় দুর্ঘটনায় আহতরা ভরতি এসএসকেএমে। এদিন দুপুরে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।
সুঁচ ফোটাতে গিয়ে রক্তাক্ত হয়েছেন একজন, তা নিয়ে ট্রমা কেয়ার ইউনিটের উপর বিরক্তি প্রকাশও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আহত প্রত্যেকের কাছে গিয়ে তাঁদের শারীরিক সমস্যার কথা শোনেন। চিকিৎসকদের নির্দেশ দেন প্রয়োজনীয় চিকিৎসার।
মমতাময়ী মায়ের মতো হাত রাখেন আহতদের মাথায়, গালে। মুখ্যমন্ত্রীর এই স্লেহের পরশ যেন প্রবল যন্ত্রণার মধ্যে হাসি ফুটিয়েছে আহতদের মুখে।
এদিনের দুর্ঘটনায় আহতদের আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দিয়েছেন অভিযুক্তের শাস্তির।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.