রক্তদান উপলক্ষে কফি হাউসে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ঘড়ির কাঁটায় বিকেল সাড়ে চারটে নাগাদ সেখানে যান তিনি। ছবি--অরিজিৎ সাহা।
কফি হাউসে দাঁড়িয়ে কফির উপকারিতা নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন সি ভি আনন্দ বোস। আলোচনার মাঝে চুমুক দেন কফিতে। ছবি--অরিজিৎ সাহা।
রাজ্যপাল জানালেন, বছরে অন্তত ২ বার কফি হাউসে যেতে চান তিনি। ছবি--অরিজিৎ সাহা।
এদিন আনন্দ বোস জানালেন, তিনি একটা টেবিল দিতে চান কফি হাউসে। পাশাপাশি রাজভবনের তরফে কফি দেওয়ার প্রস্তাবও দেন। যদিও সিদ্ধান্ত কর্তৃপক্ষের হাতে। অর্থাৎ ম্যানেজমেন্ট সম্মতি দিলে কফি হাউসে মিলবে রাজভবনের কফি। ছবি--অরিজিৎ সাহা।
এদিনের রক্তদান উপলক্ষে কফি হাউসে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত-সহ অন্যান্যরা। ছবি--অরিজিৎ সাহা।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.