Advertisement
Advertisement
করোনা

করোনা মোকাবিলায় একজোট দেশ, লকডাউনে দুস্থ পরিবারের পাশে ইস্ট-মোহন সমর্থকরা

অভুক্ত কুকুরদের সেবাতেও এগিয়ে এসেছেন সাধারণ মানুষ। দেখুন অ্যালবাম।

কিংবদন্তি বাইচুং ভুটিয়ার বড় ভক্ত ছিলেন বেজি। দিনকয়েক আগে মৃত্যু হয় তাঁর। বেজির পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছিলেন খোদ বাইচুং। সংকটের দিনে সেই ফুটবলভক্তের বাড়িতে পৌঁছে যান মোহন বাগান সমর্থকরা। বেলেঘাটা মেরিনার্সের তরফে খাবার তুলে দেওয়া হয়।

বেজির বাড়িতে হাজির হন ইস্টবেঙ্গল সমর্থকরাও। বাড়িয়ে দেন সাহায্যের হাত।

বেলেঘাটার বিভিন্ন জায়গায় মানুষদের হাতে প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন লাল-হলুদ সমর্থকরা।

লকডাউনের মাঝে অনেকেই অভুক্ত থেকে যাচ্ছেন। দুর্দিনে সেই সব দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন ইস্টবেঙ্গল ভক্তরা।

লকডাউন দুস্থদের খাবারের দায়িত্ব নিয়েছে বলাগড়ের নিউ ভারতী সংঘ।

পুলওয়ামার শ্রমিকদের হাতে রেশন ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দিচ্ছে বিএসএফ। লকডাউনের মাঝে প্রায় একশোটি পরিবারকে রেশন বিলি করা হল।

পর্যাপ্ত খাবার না পেয়ে অসুস্থ হয়ে পড়ছে কুকুরও। তাদের সেবায় এগিয়ে আসছেন সাধারণ মানুষ।