মঙ্গলবার পুলিশ কমিশনার অনুজ শর্মা এবং মুখ্যসচিব রাজীব সিনহাকে নিয়ে সারপ্রাইজ ভিজিটে বেরোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের একাধিক হাসপাতালে চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।
আর জি কর, কলকাতা মেডিক্যাল কলেজ, এসএসকেএম ও এম আর বাঙুর হাসপাতালে পৌঁছে যান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন মাস্ক এবং স্যানিটাইজার।
করোনা মোকাবিলায় নিরন্তন পরিশ্রমের জন্য চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের ধন্যবাদ জানান মমতা।
যে বেলেঘাটা আইডিতে করোনা আক্রান্তদের চিকিৎসা চলছে, সেখানেও হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানকার চিকিৎসা সংক্রান্ত সমস্ত খবর নেন তিনি।
হাসপাতালের পাশাপাশি রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারেও যান মুখ্যমন্ত্রী।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.