রেকর্ড অঙ্কের চুক্তি সই করে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার নতুন ক্লাবে পা রাখলেন তিনি। মহাসমারোহে তাঁকে অভ্যর্থনা জানাল ক্লাব কর্তা ও ভক্তরা।
বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন রোনাল্ডো। পিয়র্স মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারের পরেই রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রেড ডেভিলস। তারপরেই জল্পনা শুরু হয়, আল নাসেরে যোগ দিতে পারেন পর্তুগিজ মহাতারকা।
২০২২ সালের শেষ দিনে আল নাসেরের সঙ্গে চুক্তি সেরে ফেলেন সিআর সেভেন। ভারতীয় মুদ্রায় ১ হাজার ৮০০ কোটি টাকার চুক্তি হয় আড়াই বছরের জন্য। আপাতত ফুটবলার হিসাবেই এই ক্লাবের সঙ্গে যুক্ত থাকবেন রোনাল্ডো।
ইউরোপীয় ফুটবলের সমস্ত কিছু জেতা হয়ে গিয়েছে, তাই নতুন চ্যালেঞ্জের জন্য এশিয়ার ক্লাবে খেলতে চান বলে জানিয়েছিলেন রোনাল্ডো। চুক্তি সই করার চারদিন পরেই সৌদির ক্লাবে প্রবেশ করলেন তিনি। আতসবাজির রোশনাইয়ে তাঁকে বরণ করে নিল মধ্য প্রাচ্যের ক্লাব।
নতুন ক্লাবে এসেই রোনাল্ডোর ঘোষণা, "আমি অনন্য ফুটবলার।" সাফ জানিয়ে দেন, তাঁর ফুটবল কেরিয়ার শেষ হয়ে গিয়েছে বলে এশিয়ার ক্লাবে খেলতে এসেছেন এমনটা মোটেই নয়। বরং নতুন জার্সি গায়ে ভাল পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন তিনি।
সপরিবারে নতুন ক্লাবের ঘরের মাঠে পা রাখেন রোনাল্ডো। ঐতিহ্যবাহী আরবি মহিলাদের মতো সেজে উঠেছিলেন সিআর সেভেনের বান্ধবী জর্জিনা রডরিগেজ। চার সন্তানকে নিয়ে সৌদির মাঠে পৌঁছলেন পর্তুগিজ মহাতারকা।
তবে সাংবাদিক সম্মেলনেই হোঁচট খান রোনাল্ডো। সৌদি আরবের জায়গায় ভুলবশত সাউথ আফ্রিকা বলে ফেলেন তিনি। সেই নিয়ে নেটদুনিয়ায় তুমুল সমালোচনার মুখে পড়েন।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.