Advertisement
Advertisement
Dakshineshwar-Kalighat

প্রবল গরমেও দক্ষিণেশ্বর-কালীঘাটে ভিড়, পুজো করেই বছর শুরু ভক্তদের, দেখুন অ্যালবাম

ছাতা মাথায় নিয়েই পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েন মানুষজন।

বছরের প্রথম দিন মানেই চতুর্দিকে উৎসবের মেজাজ। সেদিন আবার কল্পতরু উৎসবও। তাই বছরটা অনেক ভক্তই শুরু করতে চান মন্দিরে পুজো দিয়ে।

গ্রীষ্মের প্রবল দাবদাহ। ছাতা মাথায় নিয়েই দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় জমান মানুষজন।

খালি পায়েই লাইনে দাড়িয়ে ছিলেন ভক্তরা। হাতে নিয়ে এসেছিলেন লক্ষ্মী-গণেশ ও পুজোর সামগ্রী।

দক্ষিণেশ্বরের পাশাপাশি কালীঘাটেও ভিড় করেছিলেন ভক্তরা। লক্ষ্মী-গণেশ নিয়ে সেখানেও দেওয়া হয় পুজো।

প্রবল গরমের মধ্যেও চলে বিকিকিনি। ফুল-মালা, মূর্তি সবেরই চাহিদা ছিল তুঙ্গে।

পয়লা বৈশাখের এই দিনেই অনেকে হালখাতা করেন। সেই কারণেও গিয়েছিলেন মন্দির চত্বরে।