কর্তব্যে অবিচল। নন্দকুমার বাজারে ভোটপ্রচার সেরে অনলাইনেই পেশাগত দায়িত্ব সামলালেন তমলুকের বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। পেশায় কলকাতা হাই কোর্টের আইনজীবী তিনি। এদিন উকিলের পোশাক পরে অনলাইনেই লড়লেন মামলা।
প্রচারের ফাঁকে চা চুমুকও দিলেন তরুণ বাম প্রার্থী। 'চায়ে পে চর্চা'র ঢঙে সারলেন জনসংযোগও।
ভোট প্রচারে বেরিয়ে দলীয় কর্মী-সমর্থকদের মাঝেই কেক কেটে নিজের ২৮তম জন্মদিন সেলিব্রেট করতে দেখা যায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে। সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আশীর্বাদ প্রার্থনা করেন।
মহিষাদল ব্লক তৃণমূল পার্টি অফিসেও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আরও এক দফা জন্মদিন পালনের পর কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠকে বসেন।
মহিষাদল বিধানসভা কেন্দ্র জুড়ে দাপিয়ে ভোট প্রচারে সারেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সকাল প্রায় এগারোটা নাগাদ মহিষাদলে এসে প্রথমে একটি কর্মী সম্মেলনে যোগদান করেন অভিজিৎ বাবু।
সেখান থেকে কালির বাজারে কর্মিসভা করেন অভিজিৎবাবু। স্থানীয় বসানচক বাজারে প্রার্থীকে সংবর্ধনা জানায় দলীয় কর্মী সমর্থকরা। ছবি ও তথ্য: সৈকত মাইতি।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.