Advertisement
Advertisement
Deepak Chahar Marriage

দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন তারকা ক্রিকেটার দীপক চাহার, দেখে নিন অ্যালবাম

গত আইপিএলে খেলার মাঠেই জয়াকে প্রোপোজ করেছিলেন দীপক।

দীপক চাহারের প্রেম কাহিনির সাক্ষী ছিল ক্রিকেট মাঠ। ২০২১ সালের আইপিএলে পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের পর গ্যালারিতে তিনি প্রপোজ করেছিলেন বান্ধবী জয়াকে।

দিল্লিবাসী জয়া ভরদ্বাজের জন্ম হয় আগ্রায়। ভিডিও জকি হিসাবেই তিনি পরিচিতি পান। এছাড়াও তাঁর নিজস্ব ব্যবসা রয়েছে।

চোটের কারণে সদ্যসমাপ্ত আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন দীপক। সেরে উঠেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। ঘোড়ার পিঠে চড়ে বিয়ের আসরে পৌঁছলেন তিনি।

১ জুন তাঁদের চার হাত এক হল। পরিবারের উপস্থিতিতে একসঙ্গে সারাজীবন কাটানোর প্রতিজ্ঞা করলেন দীপক-জয়া।

জীবনের সেরা মুহূর্ত, বিয়ের ছবি পোস্ট করে জানালেন দীপক চাহার। সকলের আশীর্বাদ কামনা করি, লিখলেন ইনস্টাগ্রামে।

বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছোবার্তায় ভেসে গিয়েছেন নবদম্পতি। চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে তাঁদের।

বিয়েতে উপস্থিত ছিলেন দীপকের খুড়তুতো ভাই রাহুল চাহারও। ভারতীয় স্পিনার সস্ত্রীক গিয়েছিলেন দাদার বিয়েতে।

মা এবং বোনের সঙ্গে ছবি তুললেন দীপক ও জয়া।