Advertisement
Advertisement
cannes film festival 2022

রকমারি শাড়ি, গাউনে কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন বলিউডের সুন্দরীরা, দেখুন ঝলক

এবারের কান চলচ্চিত্র উৎসবে অন্যতম বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন দীপিকা পাড়ুকোন।

শুরু হয়েছে ৭৫ তম কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবের রেড কার্পেটে কোন সেলিব্রিটি কীরকম পোশাক পরছেন তার দিকে নজর থাকে গোটা বিশ্বের। আর এবার রেড কার্পেটে পা দিয়েই নজর কাড়লেন বলিউডের দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্য রাই, তামান্না ভাটিয়া, আদিত্য রায় হায়দরিরা।

প্রতিবারই নিয়ম মেনে কান চলচ্চিত্র উৎসবে পা রাখেন ঐশ্বর্য রাই বচ্চন। সঙ্গে থাকে মেয়ে আরাধ্যাও। ঐশ্বর্য় রাই এবার নজর কাড়লেন ভেনাস গাউনে। তবে শুধু ভেনাস গাউন নয়। কালো ও ফ্লোরাল ইভনিং গাউনে সবাইকে টেক্কা দিলেন অভিষেক ঘরণি।

প্রথম থেকেই কান নিয়ে উচ্ছ্বসিত দীপিকা পাড়ুকোন। তার ওপর এবার তো কান চলচ্চিত্র উৎসবের অন্যতম বিচারক হিসেবেও নির্বাচিত হয়েছেন তিনি।

দীপিকাকে দেখা গেল লাল রঙের পিঠ খোলা গাউনে। নজর কাড়লেন কালো ও সোনালি রঙের শাড়িতেও।

সাদা পরী নাকি অভিনেত্রী উর্বশী! হ্য়াঁ, রেড কার্পেটে এরকম এক পোশাকে নজর কাড়লেন এই বলিউড সুন্দরী।

কালো গাউনে একেবারে অন্য অবতারে দেখা গেল তামান্না ভাটিয়াকে।

দীপিকার মতোই কান চলচ্চিত্র উৎসবে শাড়িকেই বাছলেন অভিনেত্রী আদিত্য রায় হায়দরি।