ইঙ্গিত ছিল আগেই। সেই মতো মোদির ভারতে রাজপথের নাম বদলে রাখা হল 'কর্তব্য পথ'। বুধবার এই বিষয়ে সরকারি সিলমোহর দিল উত্তর দিল্লি পৌরনিগম।
ঔপনিবেশিক শাসনের প্রতীক মুছতেই এই পদক্ষেপ, জানিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও কেবল ঔপনিবেশিক শাসনের ছবি বহন করছে না এই রাজপথ বরং বহু ইতিহাসের সাক্ষী।
ইংরেজ আমলে রাস্তার নাম ছিল কিংসওয়ে। ১৯২০ সালে জন্ম যার। রাইসিনা হিল থেকে বিজয় চক হয়ে ইন্ডিয়া গেট পর্যন্ত ছিল রাজপথটি।
১৯১১ সালে কলকাতা থেকে দিল্লিতে সরে যায় রাজধানী। তখনই রাজপথ নির্মাণে হাত দেয় শাসক ইংরেজ। সেই সময় দিল্লি সফরে আসেন ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ।
১৯৪৭। দেশ স্বাধীন হয়। ‘কিংসওয়ে’ হয় রাজপথ। ইংরেজের তৈরি রাজপথে বিগত ৭৫ বছর ধরে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হয়ে এসেছে।
ন্যায় বিচারের দাবিতে আন্দোলনের ক্ষেত্রও রাজপথ। নির্ভয়াকাণ্ডের গণ আন্দোলন থেকে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এপথেই গর্জে ওঠে জনতা।
সেই রাজপথই এবার 'কর্তব্য পথ'। বদলে যাবে পথের চেহারাও। মোদির ‘সেন্ট্রাল ভিস্তা’ প্রকল্পের আওতাতেই বদলাচ্ছে খোলনলচে। যা নিয়ে সরব বিরোধীরা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.