Advertisement
Advertisement

Breaking News

Devi Chowdhurani

লাল শাড়ি, গলায় রুদ্রাক্ষ ‘দেবী চৌধুরানী’র! ভূত চতুর্দশীতে ‘ডাকাতরানি’ শ্রাবন্তীর হুঙ্কার

দেখুন 'দেবী চৌধুরানী' টিমের লুক।

১০

অবশেষে অপেক্ষার অবসান। 'দেবী চৌধুরানী' লুকে ধরা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই সঙ্গে মুক্তি পেল পিরিয়ড ড্রামার বিভিন্ন চরিত্রের লুক।

১০

‘দেবী চৌধুরানী’র মতো দৌর্দণ্ড্যপ্রতাপ ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে কড়া হোমওয়ার্ক করেছেন শ্রাবন্তী। লুক দেখে প্রশংসা করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

১০

কখনও বুধূবেশে 'প্রফুল্ল' হিসেবে ধরা দিলেন তিনি, তো কখনও বা 'ডাকাতরানি' হিসেবে দেখা গেল তাঁর রণং দেহি অবতার।

১০

অর্জুন চক্রবর্তীকে দেখা গেল রঙ্গরাজের ভূমিকায়। জটাধারী মুখে লম্বা দাড়ি। গলায় রুদ্রাক্ষের মালা। গায়ে ছাইভষ্ম।

১০

হাতে অস্ত্র। এমন অবতারে এর আগে তাঁকে দেখা যায়নি।

১০

যোদ্ধাবেশ ধরা দিলেন বিবৃতি চট্টোপাধ্যায়। অভিনেত্রীকে এখানে দেখা যাবে নিশির চরিত্রে। চোখেমুখে হিংস্রতার ছাপ।

১০

দর্শনা বণিক রয়েছেন সাগরের চরিত্রে। সাবেকি সাজে দেখা গেল অভিনেত্রীকে।

১০

প্রফুল্লর স্বামী ব্রজেশ্বরের চরিত্রে দেখা যাবে কিঞ্জল নন্দকে। রাজবেশে ধরা দিলেন তিনি।

১০

প্রফুল্ল তথা দেবী চৌধুরানীর শ্বশুর হরবল্লভ রায়ের লুকে ধরা দিলেন সব্যসাচী চক্রবর্তী। ছেলে অর্জুনের পাশাপাশি তিনিও রয়েছেন এই ছবিতে।

১০ ১০

তবে ‘ভবানী পাঠক’ রূপে দেখা গেল না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তাঁর লুকের জন্য আরেকটু অপেক্ষা করতে হবে বলেই জানিয়েছেন শুভ্রজিৎ মিত্র।