Advertisement
Advertisement
Maa Sarada

মায়ের আবির্ভাব তিথিতে বাগবাজারের বাড়িতে ভক্ত সমাগম, দেখুন অ্যালবাম

আমৃত্যু এই বাড়িতেই থাকতেন মা সারদা।

কাজের সুবিধার জন্য বাগবাজারে একটি তিনতলা বাড়ি নির্মাণ করেন মা সারদা। বর্তমানে এই বাড়িটি 'মায়ের বাড়ি' নামেই পরিচিত।

১৯০৯ সালে আজকের দিনেই বাগবাজারের এই বাড়িতে পা রাখেন মা সারদা। সেই আবির্ভাব তিথি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মৃত্যু পর্যন্ত বাগবাজারের এই বাড়িতেই থাকতেন সারদা মা। তাঁর আবির্ভাবের বিশেষ তিথিতে প্রচুর ভক্ত সমাগম হয় বাগবাজারে।

আবির্ভাব তিথির জন্য বিশেষ পুজোর আয়োজন করা হয়। উপস্থিত থাকেন বেলুড় মঠের সন্ন্যাসীরা।

ভক্তদের প্রসাদ বিতরণ করেন সন্ন্যাসীরা।

ভক্তদের ভিড়ে ভরে উঠছিল বাগবাজারে মায়ের বাড়ির প্রাঙ্গণ।