সিনেমা হিট হোক না হোক সোশাল মিডিয়ায় সুপারহিট এবং সুপার হট দিশা পাটানি। এই ছবিই যেন তার প্রমাণ।
‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে বলিউডে পরিচিতি পান দিশা। এর পর টাইগার শ্রফের বিপরীতে তাঁকে দেখা যায় 'বাগী ২' সিনেমায়।
সলমন খানের 'ভারত' সিনেমায় রাধার চরিত্রে দেখা যায় দিশাকে। আর 'রাধে' সিনেমায় তিনি অভিনয় করেন দিয়ার ভূমিকায়।
দিশার শেষ মুক্তি পাওয়া সিনেমা 'এক ভিলেন রিটার্নস' বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। তবে সোশাল মিডিয়া অভিনেত্রীর রূপের ছ্যাঁকা অব্যাহত।
আগামীতে দিশার বাজি করণ জোহর প্রযোজিত 'যোদ্ধা'। ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে। তার পরে আবার রয়েছে প্রভাসের 'কল্কি 2898 AD'।
এক সময় টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কে ছিলেন দিশা। কিন্তু এখন অভিনেত্রী যেন মুক্ত বিহঙ্গ। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.