'বগলমামা যুগ যুগ জিও' রিলিজের পরই ব্যাগপত্তর গুছিয়ে বেড়িয়ে পড়েছেন দিতিপ্রিয়া রায়।
ভূস্বর্গে একান্ত ট্যুরে টলিউড অভিনেত্রী। সম্ভবত দিতিপ্রিয়ার সঙ্গে তাঁর মা-বাবাও গিয়েছেন কাশ্মীরে।
আর কাশ্মীর উপত্যকা থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
কখনও বরফে ঘেরা পাহাড়ের মাঝে দাঁড়িয়ে হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন তো কখনও বা আবার দিতিপ্রিয়াকে দেখা গেল উপত্য়কার পাথুরে জায়গায় বসে একমনে বই পড়তে।
পাহাড়ে ঘুরতে গিয়েও পড়াশোনা থামিয়ে রাখেননি দিতিপ্রিয়া রায়।
হাতে গ্লাভস, সাদা-কালো জ্যাকেট আর মিনিম্যাল মেকআপে ধরা দিলেন দিতিপ্রিয়া রায়।
টলিউড অভিনেত্রী ঠিক যেন একেবারে 'কাশ্মীর কি কলি'। অবশ্য 'অভিযাত্রিক' সিনেমায় শর্মিলা ঠাকুরের জুতোতে দিতিপ্রিয়াই পা গলিয়েছিলেন! মহাব্রহ্মাণ্ড সম্ভবত এভাবেই মিলিয়ে দেয় কিছু বিষয়...
দিতিপ্রিয়ার ছবি দেখে অনুরাগীরাও হতবাক! কেউ বলছেন, 'আরে আপনাকে তো বিদেশিদের মতো লাগছে।'
আবার কেউ বা কমেন্ট বক্সে 'ওগো বিদেশিনী' লিখে বসলেন...।
কোনও ছবিতে আবার কাশ্মীর ট্যুরের টুকরো স্মৃতি নোট করে রাখতেও দেখা গেল দিতিপ্রিয়াকে।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আগামী মাসে অর্থাৎ ২০২৪ সালে 'রাজনীতি ২' সিরিজের শুটিং শুরু করবেন।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.