Advertisement
Advertisement
Farah Khan Ali

মেদহীন শরীরে নোনা জলে ডুব, কে এই সুন্দরী? পরিচয় জানলে চমকে যাবেন

ইনি একজন তারকাকন্যা, আবার বলিউড সুপারস্টারের প্রাক্তন শ্যালিকাও।

শরীরে মেদের লেশমাত্র নেই। নোনা জলের আবছা আলোতেও ঠিকরে পড়ছে যৌবন। কে এই সুন্দরী? প্রশ্ন জাগতেই পারে।

ইনি এক তারকারই সন্তান। অভিনেতা সঞ্জয় খানের বড় মেয়ে ফারহা খান আলি। ফারহার বোন সুজানের সঙ্গেই হৃতিক রোশনের বিয়ে হয়েছিল। অর্থাৎ ইনি হৃতিকের প্রাক্তন শ্যালিকা।

অভিনেতা জায়েদ খানের দিদি ফারহা। তাঁর আরেক বোনও আছে, নাম সিমোন।

গ্ল্যামার দুনিয়ায় থাকা সত্ত্বেও অভিনয়কে পেশা হিসেবে বেছে নেননি ফারহা। মুম্বইয়ের নামী জুয়েলারি ডিজাইনারদের একজন তিনি।

ভালোবেসে ডিজে আকিলের সঙ্গে নিকহা করেছিলেন ফারহা। ২০২৩ সালেই দুজনের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরও তাঁরা বন্ধু, সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানিয়েছিলেন ফারহা।

কাজের ফাঁকে সময় পেলেই স্কুবা ডাইভিং করতে চলে যান ফারহা। নিজেকে 'ওয়াটার বেবি' বলেন তিনি।