নাকতলা উদয়ন সংঘে এবার শিল্পী ভবতোষ সুতারের ভাবনায় ফুটে উঠছে থিম জন্ম। প্রতিমাও গড়েছেন শিল্পী নিজেই।
এবার পুজোয় সন্তোষপুর লেকপল্লি সাজছে শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়।
হাজরা পার্কে প্রতিমা গড়ার কাজ চলছে জোরকদমে।
বেহালা নূতন সংঘের এবারের বিষয় ভাবনা অন্তর্যাত্রা। সৃজনে শিল্পী সনাতন দিন্দা। শিল্পী নিজেই গড়েছেন প্রতিমা।
বেহালা জয়রামপুরে এবার প্রতিমা তৈরি হচ্ছে উপাসনা চট্টোপাধ্যায়ের হাতে।
শিল্পী অনির্বাণ দাসের ভাবনায় নবরসে সাজছে হিন্দুস্থান পার্কের পুজো।
থিমের পাশাপাশি তেলেঙ্গাবাগান সর্বজনীনে প্রতিমাও গড়ছেন শিল্পী প্রদীপ রুদ্র পাল।
শিল্পী বিমল সামন্ত সাজাচ্ছেন দক্ষিণ কলকাতার শিবমন্দিরের মণ্ডপ। থিমের নাম বন্ধনী।
বাড়ি ফিরতে তৈরি উমা। প্রতিমা কালীঘাট মিলন সংঘের।
২৫ পল্লির প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পী সনাতন দিন্দা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.