Advertisement
Advertisement

Breaking News

Durga Puja

বাঙালির দুর্গাপুজোয় এবার আফগান সুরের ছোঁয়া, চমক বাগুইআটির ক্লাবে, দেখুন ছবি

দুই ভিন্ন সংস্কৃতির মেলবন্ধন।

আফগান এবং বাঙালি, দুই ভিন্ন সংস্কৃতির মেলবন্ধনের সাক্ষী রইল বাগুইআটির অশ্বিনী নগর বন্ধুমহল ক্লাব। ছবি: শুভাশিস রায়।

ধুনুচি হাতে আরবি গানের তালে বেলি ডান্সের মজলেন আফগানি মহিলা। ছবি: শুভাশিস রায়।

এই পুজোর থিম সং গাইতে পারেন আফগান গায়করা। তেমনই পরিকল্পনা নিয়েছে ক্লাব। ছবি: শুভাশিস রায়।

করোনা আবহে পুজোর ঢাকের কাঠি পড়েছে। তাই দেবী প্রতিমার মুখে উঠেছে সোনার মাস্ক। হাতে দশ অস্ত্রের বদলে রয়েছে সার্জিক্যাল মাস্ক। ছবি: শুভাশিস রায়।

প্রতিমার মুখে সোনার এই মাস্ক পরিয়ে দিয়েছিলেন বিধায়ক অদিতি মুন্সি। ছবি: শুভাশিস রায়।