Advertisement
Advertisement

Breaking News

Mahalaya

মহালয়ায় গঙ্গার ঘাটে তর্পণের ভিড়, বিপদ এড়াতে তৎপর প্রশাসন

দুর্ঘটনা এড়াতে গঙ্গার ঘাটে কড়া পুলিশ প্রহরার বন্দোবস্ত করা হয়েছে।

অমাবস্যার অন্ধকার পেরিয়ে আলোকজ্জ্বল দেবীপক্ষের সূচনা। ছবি: অরিজিৎ সাহা।

শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, পিতৃপক্ষের শেষে জীবনের মহালগ্ন নিয়ে আসে মহালয়া। ছবি: অরিজিৎ সাহা।

কাকভোরে তাই গঙ্গার ঘাটে ঘাটে তর্পণের ভিড়। ছবি: অরিজিৎ সাহা।

অনেকেই মনে করেন, তর্পণ শুধু পূর্বপুরুষদের জন্য। কিন্তু শাস্ত্রমতে পৃথিবীর সামগ্রিক সুখের কামনাতেই তর্পণ করা হয়। ছবি: অরিজিৎ সাহা।

তর্পণ শেষে সূর্যপ্রণাম করা হয়। ছবি: অরিজিৎ সাহা।

সূর্যপ্রণাম করে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। ছবি: অরিজিৎ সাহা।

বিপদ এড়াতে গঙ্গার ঘাটগুলিতে কড়া প্রহরা পুলিশের। ছবি: অরিজিৎ সাহা।

কালনার ধাত্রীগ্রাম এলাকার গঙ্গা ও খড়ি নদীতে কুমিরের আতঙ্ক। মহালয়ার ভোরে মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে বোমা ফাটানো হল।

মহালয়ায় সুরুচি সংঘের থিম প্রকাশ। অনুষ্ঠানে ভিন্ন মুডে মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ঢাক বাজাতে দেখা গেল মোহনবাগানের দুই বিদেশী ফুটবলার জনি কাউকো এবং পোগবাকে। ছবি: পিণ্টু প্রধান।