Advertisement
Advertisement

Breaking News

Durga Puja 2023

Durga Puja 2023: মৃন্ময়ী দেবীমূর্তির অঙ্গসজ্জার আয়োজন, গয়না তৈরিতে ব্যস্ত শিল্পী, দেখুন ছবি

দেগঙ্গার গয়নাপাড়ায় এখন দিনরাত এক করে চলছে কাজ।

দুর্গোৎসবের সময় মানেই আয়ের দিন। দুর্গা মূর্তি তৈরিই তো শুধু নয়, সঙ্গে রয়েছে আরও কত কাজ! দেবীর অঙ্গরাগ সজ্জায় চলছে গয়না তৈরির কাজ। ছবি ও তথ্য: অর্ণব দাস।

সপরিবারে দেবীর অঙ্গসজ্জা তৈরিতে তুমুল ব্যস্ত দেগঙ্গার বিশ্বনাথপুর, পালপাড়া, কালিয়ানি, কার্তিকপুরের শিল্পীরা। বাইরে থেকেও এবার এসেছে ভূরি ভূরি বরাত। ছবি ও তথ্য: অর্ণব দাস।

তিরিশ বছরের বেশি সময় ধরে ঝলমলে এই গয়নার কাজ হচ্ছে দেগঙ্গায়। মুখে মুখে এই এলাকাগুলি গয়নাপাড়া হিসাবেই পরিচিতি পেয়েছে। ছবি ও তথ্য: অর্ণব দাস।

উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে যে সব জায়গায় প্রতিমা তৈরি হয় তার মধ্যে অন্যতম দেগঙ্গা ব্লক। এখানকার বিশ্বনাথপুর পালপাড়া প্রতিমা তৈরির জন্য খ্যাত। পালপাড়ায় তৈরি প্রতিমা সাজাতেই এখানে শুরু হয় মায়ের সাজের গয়না তৈরির কাজ। ছবি ও তথ্য: অর্ণব দাস।

শিল্পীরা ডিজাইন তৈরি করে গ্রামের বাড়িতে প্রয়োজনীয় পণ্য দিয়ে আসেন। এরপর বাড়িতে বসে মূলত মহিলারাই গয়নায় জরি-চুমকি বসিয়ে কাজ সম্পূর্ণ করেন। তাই পুজোর মরশুমে তাঁরাও অর্থের মুখ দেখেন। ছবি ও তথ্য: অর্ণব দাস।

সাবেকি শোলা-চুমকির গয়নাতেই চিন্ময়ী রূপী দেবী হয়ে ওঠেন অপরূপা। পুজোর দিনগুলোয় আলো ঝলমলে মণ্ডপের সঙ্গে একেবারে সাযুজ্যপূর্ণ সেই সাজ। ছবি ও তথ্য: অর্ণব দাস।