Advertisement
Advertisement

Breaking News

Durga Puja 2023 Dates

এবার দুর্গার ঘোড়ায় আগমন, পুজোয় অতিবৃষ্টি বা প্যাচপ্যাচে গরমের আশঙ্কায় পুরোহিতকুল

পুরোহিতরা বলছেন, দেবী দুর্গার আগমন গমন খুব একটা শুভ ইঙ্গিত দিচ্ছে না।

দুর্গা আসছেন ঘোড়ায়। যাচ্ছেনও তাই। শেষ যেমনটা হয়েছিল ২০১৯-এ। তারপর গত চার বছরে এমনটা হয়নি। ২০২১-এ মা দুর্গা ঘোটকে এলেও ফিরেছিলেন দোলায়। কিন্তু এবার আবার আগমন গমন দুই-ই ঘোটকে। পাঁজিপুথি ঘেটে শাস্ত্রজ্ঞদের কপালে ভাঁজ। এর ফল যে ছত্রভঙ্গ! কী বিশুদ্ধ পঞ্জিকা, কী গুপ্ত প্রেস, দুই পাঁজিতেই এর অর্থ এক। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

পুরোহিতরা বলছেন, দেবী দুর্গার আগমন গমন খুব একটা শুভ ইঙ্গিত দিচ্ছে না। কিন্তু বিধি বাম। শাস্ত্র বিশারদদের যুক্তি, সপ্তমী আর দশমী, শনি মঙ্গলবারে পড়লে কিছু করার নেই। দেবীর আগমন গমন সেক্ষেত্রে ঘোটকেই হবে। এবারও যেমন সপ্তমী পড়েছে ২১ অক্টোবর শনিবার। দশমী পড়েছে ২৪ অক্টোবর মঙ্গলবার। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

সর্বভারতীয় প্রাচ্য বিদ্যা আকাদেমির অধ্যক্ষ ড. জয়ন্ত কুশারী জানিয়েছেন, দেবীর ঘোটকে আগমন। শাস্ত্র অনুযায়ী, যার ফল ছত্রভঙ্গ স্তুরঙ্গমে। জয়ন্ত কুশারীর কথায়, সমাজ এবং আবহাওয়া। ছত্রভঙ্গ মানে চারিদিকেই একটা এলোমেলো ভাব লক্ষ করা যাবে। পুরোহিতকুলের আশঙ্কা এবার পুজোতে হয় আকাশ ভাঙা বৃষ্টিতে ভাসবে শহর, কিংবা প্যাচপ্য়াচে গরমে নাভিশ্বাস অবস্থা হবে। খুব একটা মনোরম আবহাওয়া থাকার সম্ভাবনা নেই। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

পুরোহিতদের এমন আশঙ্কা শুনে মাথায় হাত পুজো পাগলদের। বয়ফ্রেন্ডের সঙ্গে ঠাকুর দেখবে বলবে চারদিনের ড্রেস কিনে রেডি অতসী। বাড়ির পুরোহিতের এহেন কথায় মাথায় হাত। ‘‘প‌্যাচপ‌্যাচে গরমে শাড়ী পরব কী করে?’’ ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

তবে শুধু প্রকৃতি নয় মানুষের মধ্যেই এর প্রভাব দেখা যাবে বলে সাবধানবাণী শুনিয়েছেন যজমানরা। ঘোটকে আগমনের প্রভাব দেখা যাবে মানুষের মধ্যেও। আত্মবিশ্বাসের অভাব ঘটবে। একে অপরের সঙ্গে খারাপ ব‌্যবহার করবে। পুজোর চারদিন তাই ঝামেলা এড়িয়ে যাওয়াই শ্রেয়। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

ছত্রভঙ্গের প্রভাব দেখা যাবে রাজনীতির আয়নাতেও। পুজোর চারদিনও শাসক বিরোধীর দাড়ি টানাটানি লেগেই থাকবে বলে মনে করছেন শাস্ত্রজ্ঞরা। পুরোহিত শমিত শাস্ত্রী জানিয়েছেন, কোনও নিয়ম আচার মেনে এই ছত্রভঙ্গ ফল থেকে রক্ষা মেলে না। এ অনেকটা ঝড়ের মতো। আসবেই। শুধু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

২১ অক্টোবর সপ্তমী। তবে সপ্তমীর তিথি লাগছে তার আগের দিনই। ষষ্ঠীর দিন, অর্থাৎ ২০ অক্টোবর রাত ন’টা আটে লেগে যাচ্ছে সপ্তমী। ২১ অক্টোবর রাত সাতটা একুশ পর্যন্ত থাকবে সপ্তমী তিথি। দশমী তিথিও ছেড়ে যাচ্ছে বিজয়া দশমীর দিনই। মঙ্গলবার ৬ কার্তিক দুপুর বারোটা বিয়াল্লিশে ছেড়ে যাবে দশমী তিথি। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

শাস্ত্রজ্ঞরা বলছেন, দশমীর পর এ অস্থির অবস্থার পরিবর্তন হবে। যদিও দেবী দুর্গার ঘোটকে গমন। ড. জয়ন্ত কুশারির বক্তব‌্য, ‘‘মনে রাখতে হবে মা কিন্তু ঘোটক নিয়ে চলে যাচ্ছে। তাই দশমীর পর থেকে ক্রমশ একটা স্থিতাবস্থা পরিলক্ষিত হবে।’’ ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।