রমজান মাসের শেষে এল খুশির ইদ। করোনার ভয় কাটিয়ে কোলাকুলিতে মেতে উঠলেন মুসলিম ধর্মাবলম্বীরা।
নমাজের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসলিম যুবকের চোখে সুরমা লাগিয়ে দিচ্ছেন বৃদ্ধ।
খুশির ঝিলিক দুই খুদের চোখে। জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলল তারা।
ভারত-পাক সীমান্তেও সম্প্রীতির আবহ। বিএসএফ এবং পাক সেনা একে অপরকে মিষ্টি বিলি করেছে।
প্রায় দু'বছর পরে গুজরাটে নমাজ পাঠ করলেন মুসলিম ধর্মাবলম্বীরা। সুরাটের ইদগাহে নমাজ পড়লেন তাঁরা।
তামিলনাডুতেও নমাজ পাঠের বিশাল জমায়েত।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার স্বয়ং হাজির ছিলেন ইদের এক অনুষ্ঠানে। দু'বছর পর ইদের জমায়েত দেখে খুব খুশি তিনি।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.