Advertisement
Advertisement

Breaking News

TMC

সংসদে মমতার ‘টিম ইলেভেন’, চিনে নিন তৃণমূলের প্রমীলা বাহিনীকে

গ্ল্যামার জগত থেকে চিকিৎসক, সমাজকর্মী - সংসদ কাঁপাতে চললেন নবীন-প্রবীণ ১১ মহিলা, হিসেবমতো যা ৩৮ শতাংশ।

১১

চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলের জয়জয়কার বঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ২৯ জয়ী প্রার্থী। তার মধ্যে ১১ জন মহিলা। এবার সংসদ কাঁপাবে মমতার 'টিম ইলেভেন'। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কৃষ্ণনগরের মহুয়া মৈত্র। গত বছর সংসদ থেকে বহিষ্কৃত হওয়ার পর ফের জনরায় নিয়ে নতুন উদ্যমে সংসদের পথে পা বাড়াচ্ছেন সুন্দরী, মেধাবী সাংসদ।

১১

মমতার 'টিম ইলেভেনে' র আরেক সৈনিক তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। বামঘেঁষা রাজনৈতিক সমর্থন আর গ্ল্যামার জগৎ থেকে একেবারে ঘাসফুল শিবিরে যোগ দিয়ে সংগঠনের দায়িত্বে আসা সায়নীর সংসদের পথে পা বাড়ানোর এই জার্নি কিন্তু বেশ চমকপ্রদ। চব্বিশের নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে প্রথমবার দিল্লি যাচ্ছেন তিনি। উল্লেখ্য, যাদবপুর কেন্দ্র থেকেই হেভিওয়েট সিপিএম প্রার্থীকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লির পথে পা বাড়িয়েছিলেন।

১১

গ্ল্যামার জগতের আরেক নায়িকা জুন মালিয়া অভিনয় দক্ষতার পাশাপাশি নিজের রাজনৈতিক জীবনেও বেশ সফল। প্রথমবার ভোটে লড়ে মেদিনীপুর থেকে জিতেছিলেন তৃণমূল প্রার্থী জুন। তাঁর পারফরম্যান্সের নিরিখেই দলনেত্রী লোকসভার লড়াইয়ে এগিয়ে দিয়েছিলেন। জুন এবার সংসদে নবাগতা।

১১

তৃণমূলের প্রমীলা বাহিনীর নতুন সংসদ সদস্য আরেক নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দার 'দিদি নং ১' এবার জনতারও 'দিদি'। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অনুপ্রেরণায় রাজনৈতিক কেরিয়ারে হাতেখড়িতেই তিনি দিল্লির লড়াইয়ে নেমেছেন। হুগলির কেন্দ্র থেকে আরেক তারকা প্রার্থীকে হারিয়ে চমকপ্রদ জয়! এবার রিল এবং রিয়েল-দুই ক্ষেত্রেই 'দিদিগিরি' দেখাবেন রচনা বন্দ্যোপাধ্যায়।

১১

শতাব্দী রায় তৃণমূলের বহুদিনের সৈনিক। এবারও বীরভূম কেন্দ্র থেকে জিতে চতুর্থবার সাংসদ হচ্ছেন টলি নায়িকা। রাজনীতিতে বেশ পোক্ত শতাব্দী কাজের বাইরে আদ্যন্ত সৃষ্টিশীল মানুষ। কবিতা লেখা, সিনেমা পরিচালনার মতো একাধিক কাজে নিজেকে ব্যস্ত রাখেন সর্বদা। আগামী ৫ বছর ফের সংসদে বীরভূমবাসীর হয়ে প্রতিনিধিত্ব করবেন শতাব্দী।

১১

ICDS কেন্দ্রের কর্মী থেকে সোজা সংসদের পথে আরামবাগের মিতালি বাগ। তৃণমূলের একেবারে তৃণমূল স্তর থেকে সংগঠনের কাজ করে আসা মিতালি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের। লোকসভা ভোটে আরামবাগ আসনটি নেত্রীকে উপহার দিয়েছে তিনি বুঝিয়েছেন, ভরসারই যোগ্য। এবারের সংসদে তৃণমূলের নতুন মুখ মিতালি।

১১

বারাসতের কাকলি ঘোষ দস্তিদার এবার চতুর্থবারের জন্য সংসদে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সঙ্গী কাকলির চিকিৎসক হিসেবে যথেষ্ট খ্যাতি। পাশাপাশি দিল্লির রাজনীতিও তিনি বেশ ভালোভাবেই করেন। আরও একবার দিল্লিতে বারাসতবাসীর জনপ্রতিনিধি হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার।

১১

কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে এবারের লোকসভা ভোটে জিতেছেন ঘাসফুল শিবিরের পুরনো প্রার্থী মালা রায়। সংসদে অবশ্য মালা রায় নতুন নন। অধিবেশন কক্ষে হোক কিংবা বাইরে, কেন্দ্রের শাসকদল বিরোধী একাধিক কর্মসূচিতে তাঁকে দেখা যায় সক্রিয়ভাবে। ফের দিল্লিতে আগামী ৫ বছরের জন্য তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন তিনি।

১১

স্বামীর মৃত্যুর পর রাজনীতিতে প্রবেশ এবং প্রথম লড়াইয়েই সাফল্য। উলুবেড়িয়া কেন্দ্রের জয়ী প্রার্থী সাজদা আহমেদ এবার দ্বিতীয়বারের জন্য লোকসভায় যাচ্ছেন। ২০১৯ এর তুলনায় ভোটের ব্যবধান বাড়িয়ে এবার জিতেছেন প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদের স্ত্রী। সংখ্যালঘু মুখ হিসেবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের গুরুত্বপূর্ণ সেনানী।

১০ ১১

জয়নগরের রাজনৈতিক পরিবারের মেয়ে ও বধূ প্রতিমা মণ্ডল। এবার তাঁর তৃতীয়বার দিল্লি যাত্রা। চব্বিশের ভোটেও জিতেছেন প্রতিমা। দিল্লির রাজনীতিতে বেশ সক্রিয় জয়নগরের ভাবী সাংসদ এলাকার একাধিক সমস্যা নিয়ে আগেও সরব হয়েছেন, এবারও দাবি আদায় করেই ফিরবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ।

১১ ১১

চিকিৎসক হিসেবে সুখ্যাতি ছিলই। বর্ধমানের জমি শক্ত করতে এমন এক ভূমিকন্যাকেই লোকসভার লড়াইয়ে শর্মিলা সরকারকে এগিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর নেত্রীর সেই আস্থা রেখেছেন চিকিৎসক। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে বিপুল জনরায়ে সংসদের পথে শর্মিলা সরকার।