Advertisement
Advertisement

Breaking News

Abu Dhabi Mandir

পরতে পরতে ভারতীয় ঐতিহ্য, প্রকাশ্যে আবু ধাবির সুবিশাল হিন্দু মন্দিরের একগুচ্ছ ছবি

সাধারণের জন্য কবে থেকে খুলবে মন্দিরের দরজা? জেনে নিন।

আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। তার পরই আবু ধাবির বিশালাকার হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার আবু ধাবির ভারতীয় দূতাবাসের তরফে মন্দিরের বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হল।

সংযুক্ত আরব আমিরশাহীর এই মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী। আগামী ১৪ ফেব্রুয়ারি তাঁর হাতেই হবে উদ্বোধন। ওই সরস্বতী পুজো অর্থাৎ বসন্ত পঞ্চমী। সেই পবিত্র দিনটিকেই বেছে নেওয়া হয়েছে উদ্বোধনের জন্য।

জানা গিয়েছে, সকালে হবে মূর্তি প্রতিষ্ঠা। এর পর সন্ধেয় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেও উপস্থিত থাকবেন মোদি। এটিই আমিরশাহীর প্রথম হিন্দু মন্দির যেটির দেওয়ালের কারুকার্যতে ফুটে উঠবে ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতি।

২০১৮ সালে এই মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী। তারপর গত তিন বছর ধরে গড়ে তোলা হয়েছে এই মন্দির। রাজস্থান ও গুজরাট থেকে আসা দুহাজারেরও বেশি শিল্পীর হাতে তৈরি হয়েছে এই মন্দির। যেখানে ৪০২টি সাদা মার্বেলের পিলারে খোদাই করা হয়েছে বিভিন্ন দেবদেবীর ছবি।

উদ্বোধনের আগে সম্প্রতি ৪২টি দেশের প্রতিনিধিকে এই মন্দিরের কাজ দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। মোট ২৭ একর জমির উপর নির্মিত এই মন্দিরে রয়েছে চোখ ধাঁধানো কারুকাজ।

বিএপিএস হিন্দু মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৪ তারিখ উদ্বোধনের পর সাধারণের জন্য এই মন্দির খুলে দেওয়া হবে ১৮ ফেব্রুয়ারি থেকে। এই মন্দির মরুশহরে পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে, তেমনটাই আশা কর্তৃপক্ষের।