Advertisement
Advertisement
Martinez

মারাদোনাকে শ্রদ্ধা মার্টিনেজের, কাতার বিশ্বকাপের বিখ্যাত সেই পোজও দিলেন, দেখুন ছবি

চোখেমুখে কোনও ক্লান্তি নেই তাঁর।

কলকাতা এবং কলকাতার ফুটবলপাগলদের প্রেমে পড়েছেন বিশ্বজয়ী গোলকিপার এমি মার্টিনেজ। কলকাতায় পা রাখা ইস্তক নানা অনুষ্ঠানে পৌঁছে গিয়েছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও চোখেমুখে কোনও ক্লান্তি নেই তাঁর।

মঙ্গলবার দিনভর উত্তর থেকে দক্ষিণে ঘুরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা। বুধবারও সকাল থেকে শুরু হয়ে যায় তাঁর কর্মসূচি। ফুটবলপ্রেমীদের সঙ্গে আবেগে ভাসতে দেখা যায় তাঁকেও।

এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দিয়েগো মারাদোনার মূর্তিতে মাল্যদান করেন তিনি। কলকাতার বুকে ফুটবলের রাজপুত্রের এহেন মূর্তি দেখে আপ্লুত মার্টিনেজ। তাঁর হাতে ছিল বিশ্বকাপের রেপ্লিকাও।

মন্ত্রী সুজিত বসু আমন্ত্রণ জানিয়েছিলেন মার্টিনেজকে। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়েই পৌঁছে গিয়েছিলেন শ্রীভূমিতে। সেখানে অনুরাগীদের সঙ্গে নিজেই সেলফি তোলেন তারকা গোলকিপার।

কাতার ফাইনালে পেনাল্টি শুটআউটে এই মার্টিজেনের হাতই আর্জেন্টিনার বিশ্বজয় নিশ্চিত করেছিল। সোনার গ্লাভসজয়ীকে একেবারে সেই ভূমিকাতেই দেখতে পেলেন শহরবাসী। তেকাঠির নিচে দাঁড়িয়ে আটকে দিলেন গোল।

শুধু তাই নয়, বিশ্বকাপ জয়ের পর সোনার গ্লাভস হাতে তাঁর যে পোজ দেওয়া নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল, সেই পোজও দিলেন মার্টিনেজ। অর্থাৎ কলকাতার সমর্থকদের জন্য রেখে গেলেন একরাশ স্মৃতি।

লাগাতার অনুষ্ঠানে যোগ দিলেও বিন্দুমাত্র বিরক্ত কিংবা ক্লান্ত নন মার্টিনেজ। সেলফি তোলা থেকে বল ও জার্সিতে অটোগ্রাফ দেওয়া- সব আবদারই মেটালেন হাসি মুখে। সঙ্গে জানিয়ে গেলেন, আবার আসবেন কলকাতায়।