"মেধার ভিত্তিতে দ্রুত স্বচ্ছ নিয়োগ চাই, দুর্নীতিগ্রস্তদের শাস্তি চাই", এই স্লোগান লিখেই নাগরিক মিছিলে যোগ দিয়েছিলেন বিশিষ্টরা।
মিছিলে হাঁটেন শ্রীলেখা মিত্র, বাদশা মৈত্র, দেবজ্যোতি মিশ্র, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনীক দত্তর মতো শিল্পীরা।
'ভীষণ রাগ যুদ্ধ হবে', এমন স্লোগানও দেখা যায় শনিবারের নাগরিক মিছিলে।
ধর্মতলার ভিক্টোরিয়া হাউস থেকে শুরু হয় মিছিল। মিছিলের পিছনের দিকে হাঁটেন বামনেতা বিমান বসু।
কংগ্রেস নেতা আব্দুল মান্নানকেও মিছিলের পিছনের সারিতেই দেখা যায়।
কামদুনি আন্দোলনের প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালকেও দেখা যায় নাগরিক মিছিলে। সবুজ শাড়ি পরে এসেছিলেন তিনি।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.