Advertisement
Advertisement

ডোবাল মিডল অর্ডারই, শেষ ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া ভারতের

জো রুট ইংল্যান্ড সফরের শুরুতেই টি-টোয়েন্টি সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল টিম ইন্ডিয়া। কিন্তু ওয়ানডে-তে মুখ থুবড়ে পড়ল দল। প্রথম ম্যাচ জিতলেও পরের দুটি ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করলেন বিরাটরা। টেস্টে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া গোটা দল।

জো রুট দুর্ধর্ষ সেঞ্চুরি করেছে। ৮৮ রানে অপরাজিত ইয়ন মর্গ্যান। তাতেই হারতে হল বিরাটদের।

নজর কাড়তে ব্যর্থ চায়নাম্যান কুলদীপ যাদবও। মাত্র দুটি উইকেট পড়ে ইংল্যান্ডের।

লিডসের গ্যালারিতে হতাশ ভারতীয় সমর্থকরা।

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই ব্যর্থ ভারতীয় দল। বিরাট রান করলেও অনেক বল নষ্ট করে মিডল-অর্ডার।