দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকার পর অবশেষে প্রেমিকা জর্জি হজের সঙ্গে বাগদান সারলেন ইংরেজ ক্রিকেটার ড্যানিয়েল ওয়াট। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কথা জানিয়েছেন ব্রিটিশ তারকা।
সদ্যসমাপ্ত মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের সদস্য ছিলেন তারকা অলরাউণ্ডার। যদিও সেমিফাইনালে হেরে বিদায় নেয় ইংল্যান্ড।
ক্রিকেটমহলে ওয়্যাগি নামেই পরিচিত ড্যানিয়েলা। তাঁর বাগদত্তা জর্জিও পেশাদার খেলাধুলার সঙ্গে যুক্ত। মহিলাদের ফুটবল ক্লাবের কোচ হিসাবে কাজ করেন তিনি।
যদিও জর্জির আগেও একাধিক মহিলা ফুটবলারের সঙ্গে নাম জড়িয়েছিল ড্যানিয়েলার। এমনকি, ২০১৪ সালে মজা করে বিরাট কোহলিকেও বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।
২০১৫ সালে অবশ্য ড্যানিয়েলা প্রকাশ্যেই ঘোষণা করেন, তিনি সমকামী। তারপর থেকেই জর্জির সঙ্গে সম্পর্কে রয়েছেন। দু'জনের সোশ্যাল মিডিয়াতে একাধিক ঘনিষ্ঠ ছবি আপলোড করেন।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেললেও এখন সেভাবে ফর্মে নেই ড্যানিয়েলা। মহিলাদের আইপিএলের নিলামেও কোনও দল পাননি তিনি। ক্রিকেট বিশ্বকাপেও সেভাবে জ্বলে উঠতে পারেননি।
তবে মাঠের বাইরে ব্যক্তিগত জীবনে এল খুশির মুহূর্ত। বান্ধবীর সঙ্গে বাগদান সেরে ড্যানিয়েলার প্রতিক্রিয়া, "তুমি সারাজীবনের জন্য আমার।" দু'জনের চুম্বনরত ছবিতে ভালবাসা জানিয়েছেন তাঁদের সমর্থকরাও।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.