২০১২ সালে 'জন্নত ২' সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন এষা গুপ্তা। হয়েছিলেন ইমরান হাসমির নায়িকা।
প্রথম ছবিতেই বড়পর্দায় আগুন ধরিয়েছিলেন এষা। সেই ধারা সোশ্যাল মিডিয়ায় অব্যাহত রেখেছেন।
অক্ষয়ের বিপরীতেও কাজ করেছেন এষা। 'বেবি'তে ছিল অভিনেত্রীর স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স। আর 'রুস্তম' ছবিতে তিনি হয়েছিলেন প্রীতি মাখিজা।
সোশ্যাল মিডিয়ায় নানা সময়ে বোল্ড মেজাজে ধরা দিয়েছেন এষা। তা দেখে কেউ করেছেন সমালোচনা, কেউ আবার অভিনেত্রীর আগুনে রূপে আচ্ছন্ন হয়েছেন।
২০১৯ সালে টাইমসের সেরা পঞ্চাশ লাস্যময়ীর নারীর তালিকায় ঠাঁই পেয়েছিলেন এষা।
আগামীতে অভিনেত্রীর ঝুলিতে রয়েছে 'দেশি ম্যাজিক' ও 'হেরা ফেরি ৩'।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.