Advertisement
Advertisement

Breaking News

Kiyan Nassiri

ফুটবলের মঞ্চ থেকে ছুটির সমুদ্র সৈকত, মাঠের বাইরেও ফুল ফোটাচ্ছে কিয়ান-মিহিরা জুটি

মরশুম শেষে ছুটির মেজাজে কিয়ান নাসিরি ও মিহিরা সিং।

কনিষ্ঠতম ফুটবলার হিসাবে ডার্বিতে হ্যাটট্রিকের নজির তাঁর নামের পাশেই লেখা। ব্যক্তিগত জীবন নিয়েও যথেষ্ট খোলামেলা কিয়ান। সোশাল মিডিয়ায় দীর্ঘদিনের সঙ্গিনী মিহিরা সিংয়ের সঙ্গে প্রায়ই ছবি দেন তিনি।

এখন তিনি মোহনবাগানের প্রাক্তনী। ৩ বছরের চুক্তিতে কিয়ান যোগ দিচ্ছেন চেন্নাইয়িন এফসিতে। নতুন মরশুম শুরুর আগে মিহিরার সঙ্গে সমুদ্রভূমিতে সময় কাটালেন জামশিদপুত্র।

তারকাখচিত সবুজ-মেরুন দলে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না কিয়ান। তাই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন। সেখানেও তিনি পাশে পাবেন মিহিরাকে।

চলতি মরশুমে আইএসএল সেরা হওয়া দলেও ছিলেন কিয়ান। মোহনবাগানের ম্যাচ থাকলেই সাধারণত গ্যালারিতে হাজির থাকেন মিহিরা। একসঙ্গে ট্রফিজয়ের আনন্দেও মেতেছিলেন দুজনে।

প্রায় ৭ বছরের সম্পর্ক তাঁদের। জীবনের প্রতিটি মুহূর্তে খুব কাছাকাছি থাকেন কিয়ান-মিহিরা। মাঠে হোক বা মাঠের বাইরে, প্রেমের বাঁধনে বন্দি থাকেন দুজনে।