Advertisement
Advertisement

Breaking News

World Cup

হাতে হাত, ঠোঁটে ঠোঁট, বিশ্বজুড়ে নানা মুডে জয়ের সেলিব্রেশনে মাতলেন ফুটবল ভক্তরা

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-এর সাক্ষী থাকতে বেদুইনের দেশে বাংলার সংগীত শিল্পী অনুপম রায়।

অঘটন আর অনন্য রেকর্ডে জমজমাট কাতার বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-এর সাক্ষী থাকতে বেদুইনের দেশে পৌঁছে গিয়েছেন বাংলার সংগীত শিল্পী অনুপম রায়। আর্জেন্টিনার সমর্থক নকআউট পর্বের ম্যাচ দারুণ উপভোগ করছেন। তবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বাকিদের থেকেও তিনি খানিকটা এগিয়ে রাখছেন ফ্রান্সকে।

আফ্রিকান দেশ হিসেবে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কো। যে সে দল নয়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে শেষ চারে পৌঁছেছে মরক্কো। বিশ্বমঞ্চে ইতিহাস গড়া মরক্কানদের উচ্ছ্বাসও তাই বাঁধ ভেঙেছে।

ফুটবল তো ভালবাসারই আরেক নাম। তাই ভালবেসেই দলের জয় সেলিব্রেশনে মাতল এক কাপল। বৃষ্টিভেজা সন্ধেয় ঠোঁটে ঠোঁট রেখে লিও মেসিদের সেমিফাইনালে স্বাগত জানালেন আর্জেন্টিনা ভক্তরা।

বিশ্বকাপ চলছে, আর সেখানে বাঙালিরা পৌঁছবেন না, তেমনটাও কি সম্ভব? একেবারেই নয়। তাই তো ইতিমধ্যেই কলকাতা থেকে এখনও পর্যন্ত কমপক্ষে ৯ হাজার ফুটবলপ্রেমী পৌঁছে গিয়েছেন কাতারে। যে সংখ্যাটা ফাইনাল অবধি আরও বাড়বে বলেই খবর।

ক্রোয়েশিয়ার নাছোড় লড়াই বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে ব্রাজিলকে। চোখের জলে বিদায় নিয়েছেন নেইমাররা। গতবারের রানার্স আপ পৌঁছে গিয়েছে শেষ চারে। দুরন্ত ছন্দে থাকা মদ্রিচরা হয়তো এবার ট্রফি জয়ের স্বপ্নপূরণ করতে পারবেন। আশায় বুক বেঁধেছেন সমর্থকরা।

অপ্রতিরোধ্য ফ্রান্স। দলে একাধিক তারকা ফুটবলার না থাকলেও দারুণ গতিতে এগিয়ে চলেছে গতবারের চ্যাম্পিয়নরা। আরও একবার বিশ্বজয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন ফরাসি সমর্থকরা।

ক্রোয়েশিয়া নাকি আর্জেন্টিনা? সে পৌঁছবে ফাইনালে? মরক্কোকে হারিয়ে আরও এবার চূড়ান্ত লড়াইয়ে নাম খেলাতে পারবে ফ্রান্স? এসব চর্চাতেই এখন দিন কাটাচ্ছেন ফুটবল জ্বরে ভুগতে থাকা সমর্থকরা।